Fri. Oct 17th, 2025
Advertisements
খােলাবাজার২৪,রবিবার,১৯জানুয়ারি,২০২০ঃ নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর প্রতিনিধিঃ দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরের ব্রিজের কাজ। পিরোজপুরের সদর ও ইন্দুরকানী উপজেলাকে সংযুক্তকারী খুবই গুরুত্বপূর্ণ এ ব্রিজের নির্মাণ কাজের নির্ধারিত সময় একাধিক বার শেষ হওয়ার পরও সম্পন্ন হয়নি সিংহভাগ কাজ। আর কবে নাগাদ এ কাজ শেষ হবে এ নিয়েও রয়েছে সংশয়।
২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর একটি কার্গোর ধাক্কায় ধ্বংসে পড়ে পিরোজপুর সদর ও ইন্দুরকানী উপজেলাকে বিভক্তকারী বাদুরা খালে লোহার ফ্রেমের উপর তৈরি ব্রিজটি। বঙ্গোপ সাগর ও স্থানীয় নদী থেকে আহরিত মাছ বিক্রির অন্যতম বড় পাইকারী বাজার সদর উপজেলার কচা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা বাদুরা মৎস্য অবতারণ কেন্দ্রের মাছ পরিবহন ও কয়েক হাজার স্থানীয় মানুষের যাতায়াতের জন্য এ ব্রিজটি ব্যবহার করা হয়। এরপর সেখান থেকে কিছুদূর এগিয়ে ৯৯.০১ মিটার দীর্ঘ একটি গ্রিডার ব্রিজের নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলডিইডি)।
তমা কনস্ট্রাকশন এন্ড কোম্পানি লিঃ নামের একটি প্রতিষ্ঠান ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ব্রিজটির নির্মাণ কাজ শুরু করে যা এক বছরের মধ্যে শেষ করার কথা। তবে ব্রিজটির নির্মাণ কাজের মেয়াদ ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসেও সম্পন্ন করতে না পারায় তা ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বর্ধিত করা হয়।
তবে এই দীর্ঘ সময়েও ব্রিজটির উল্লেখযোগ্য কোন কাজ সম্পন্ন করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। আর কবে নাগাদ এ কাজ শেষ হবে তা নিয়েও রয়েছে সংশয়। অন্যদিকে পূর্বের ব্রিজটি ভাঙা থাকায় মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে মাছ ব্যবসায়ী ও স্থানীয়দের।
ব্রিজের কাজ দ্রুত গতিতে চলছে দাবি করে এলজিইডি’র এই প্রকৌশলী জানান দ্রুত সময়ের মধ্যেই ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।
স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করে তাদের ভোগান্তি দূর করতে সচেষ্ট হবে কর্তৃপক্ষ।