Fri. Oct 17th, 2025
Advertisements
খােলাবাজার২৪,রবিবার,১৯জানুয়ারি,২০২০ঃ কুকুরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপদে পড়েছেন এক তরুণী। তার পোষ্য কুকুর মুখে এমনভাবে কামড় বসিয়েছে যে পরবর্তীতে ৩০টি সেলাই দিতে হয়েছে মুখে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, ১৭ বছরের ওই তরুণীর পোষ্য জার্মান শেফার্ডটির নাম অ্যালসিসিয়ান। ওই কুকুরটির সঙ্গেই সেলফি তুলতে চেয়েছিলেন তিনি।

তবে লওরা স্যানসোন নামের ওই তরুণী যখন সেলফি তুলতে যান তখন কুকুরটি তার ‍মুখে কামড় বসিয়ে দেয়। এ ঘটনারই শুরু হয় ‘রক্তবন্যা’।

ওই সময় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে ৩০টি সেলাই দেয়া হয়।

ওই ছবি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে ভাইরাল হয়েছে। তবে কুকুরটি কেন এমন আচরণ করেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত ১৪ জানুয়ারি আর্জেন্টিনার টুকুমানে।

ইতিমধ্যে লওড়া স্যানসোনের ক্ষতবিক্ষত চেহারা আর কুকুরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।