রোববার তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত।
বেঙ্গালুরুতে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৮৬ রানের স্কোর গড়ে অজিরা। দলের হয়ে ১৩২ বলে ১৩১ রানের দারুণ ইনিংস খেলেন স্টিভেন স্মিথ।
এছাড়া, লাবুশেন ৫৪ ও কেয়ারি করেন ৩৫ রান। মোহাম্মদ শামি ৪টি ও জাদেজা নিয়েছেন ২টি উইকেট।
জবাবে রোহিত শর্মার সেঞ্চুরি ও কোহলির হাফ সেঞ্চুরিতে ১৫ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত। রোহিত ১১৯, কোহলি ৮৯ ও শ্রেয়াস করেন ৪৪ রান। সিরিজ সেরা হন বিরাট কোহলি।