Thu. Oct 16th, 2025
Advertisements

খােলাবাজার২৪,সোমবার,২০জানুয়ারি,২০২০ঃ বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার ২০২০-২১ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ। এছাড়া সুলতানা রাজিয়া পান্না সাধারণ সম্পাদক এবং এস. এম. শাহেদ হাসান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত ১৮ জানুয়ারি, ২০২০ শনিবার রাজধানী ঢাকার মিরপুরে সমিতির কার্যালয় সুন্দরবন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ শে খআতিয়ার রহমান এ ফলাফল ঘোষণা করেন।
সমিতির সহ সভাপতি আলহাজ্ব সেখ মোয়াজ্জেম হোসেন, এ্যাড শেখ আওসাফুর রহমান ও এস এম আবু সাঈদ; যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সিদ্দিকুর রহমান, এম এ আলম ও কাজী মোঃ মনিরুজ্জামান; সাংগঠনিক সম্পাদক কাজী মইনুল হক, সমাজ কল্যাণ সম্পাদক এ্যাডভোকেট কে এম ফুরকান আলী, সাংস্কৃতিক সম্পাদক শেখ গোলাম কিবরিয়া মিন্টু, প্রচার সম্পাদক রেজাউল হক রেজা, দপ্তর সম্পাদক মোঃমঞ্জুরুল হাসান খান, মহিলা সম্পাদিকা মিসেস মনজুমান আরা নির্বাচিত।
এছাড়া কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন- অধ্যাপক ডাঃ মোঃআব্দুস সালাম খান, ডাঃ বিশ্বাস আক্তার হোসেন, শেখ ফিরোজ আহম্মেদ, ফ ম আলাউদ্দিন মাহমুদ, এ্যাডঃ এস. কে. সিকদার, ডাঃ মোঃশহিদুর রহমান, এ কে এম রবিউল ইসলাম, সৈয়দ মছনুন আলী, হাফেজ সুলতান আহমদ, আব্দুল্লাহ আল মাহমুদ, এস. এম. সাইদুল ইসলাম, ডঃ মোঃসহিদুল ইসলাম, এস. এম আকমাল হোসেন, এ্যাডভোকেট মোঃ শামছুজ্জামান, ইকবাল মাসুদ, এ্যাডভোকেট হুমায়ূন কবির বুলবুল, মোঃসামছুল আলম, মোল্লানজরুল ইসলাম, মোঃআমজাদ হোসেন, এফ. এম নেওয়াজ আলী ও মোঃ আসাদুল্লাহিল গালিব।