Fri. Oct 17th, 2025
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,২২জানুয়ারি,২০২০ঃপিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে অনিক মাহামুদ (২৭) নামের এক যুবকে অস্ত্র মামলায় ১০ বছর কারাদন্ড দিয়েছেন পিরোজপুরে’র অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। মঙ্গলবার দুপুরে আসামির অনুপস্থিতে তিনি এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত অনিক মাহামুদ পিরোজপুর পৌরসভা’র মাছিমপুর গ্রামের মাহামুদ হাসানের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদে’র ভিত্তিতে পিরোজপুর সদর থানা পুলিশের এসআই আসাদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পিরোজপুর পৌরসভার মরিচাল গ্রামের বালুর মাঠ এলাকা থেকে অনিক মাহামুদকে আটক করেন। এরপর তাঁর স্বীকারোক্তি অনুয়ায়ী বালুর মাঠ সংলগ্ন মাটির নিচে রাখা শাটারগান উদ্ধার করে। এ ঘটনায় পিরোজপুর সদর থানার এসআই আসাদুর রহমান বাদী হয়ে অন্ত্র আইনে অনিক মাহামুদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন। ওই বছরের ১৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা আসামি অনিক মাহামুদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।