Fri. Oct 17th, 2025
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,২২জানুয়ারি,২০২০ঃ ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঢাকার দুই সিটিতে বাড়ছে প্রচারণার জোয়ার। গণসংযোগের সময় ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল প্রচারণায় হামলার অভিযোগ করে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন। এদিকে আধুনিক ঢাকা গড়ে তুলতে নানা প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী।

মহানগরে বইছে নির্বাচনী হাওয়া। প্রচারণায় মুখর ঢাকার দুই সিটির অলিগলি।

বুধবার (২২ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে উত্তরার আশকোনায় প্রচারণা শুরু করেন ঢাকা উত্তরে বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল। এ সময় তিনি অভিযোগ করে বলেন, এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু নেই।

রায়ের বাজার এলাকায় দুপুর ১২টায় জনসংযোগ শুরু করেন উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। জলাবদ্ধতা, এডিস নিধন ও যানজটকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাউন্সিলর ও মেয়রদের জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার জানান তিনি। সেইসঙ্গে প্রচারণায় পোস্টারের ব্যবহার সীমিত করার আহ্বান জানান নির্বাচন কমিশনকে।

অন্যদিকে ঢাকা দক্ষিণের কারা কনভেনশন সেন্টারে প্রচারণায় পুরান ঢাকার ঐতিহ্য রক্ষার পাশাপাশি আধুনিক ও পরিচ্ছন্ন মহানগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তাপস।

দুপুর ১২টার পর কামরাঙ্গীর চরের লোহাবর ব্রিজ এলাকা থেকে প্রচারণা শুরু করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।

অলিগলির প্রচারণায় অভিযোগ আর অঙ্গীকারে এভাবেই ভোট টানার চেষ্টা করছেন প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা।