Fri. Oct 17th, 2025
Advertisements
খােলাবাজার২৪,শনিবার,২৫জানুয়ারি,২০২০ঃ এবার সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা করেছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।

শনিবার (২৫ জানুয়ারি) কালাচাঁদপুরের পথসভায় শেষে সাইকেল সহযোগে নির্বাচনী প্রচারণার কাজ করেন তিনি।

এসময় তিনি বলেন, সাইকেল চালিয়ে আমি মানুষকে ম্যাসেজ দিয়ে চাই যে সাইকেল চালালে শরীর ভাল থাকে এবং এটি একটি পরিবেশ বান্ধব বাহন। উন্নত বিশ্বে এমন অনেক আছে।

আতিকুল ইসলাম আরও বলেন, নির্বাচিত হলে আমরা ঢাকার বেশ কিছু রাস্তাকে সাইকেল লেন করে দিব। আপনারা জানেন ইতিমধ্যেই আগারগাও তে ১০ কিমি এর একটি সাইকেল লেনের ব্যবস্থা করেছি। যেন ছাত্র-ছাত্রী এবং চাকুরিজীবীরাও সাইকেলে করে তাঁদের গন্তব্যস্থলে যেতে পারে।

আতিকুল ইসলাম বলেন, আপনারা আমাকে উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করলে আমি একটি আধুনিক, সচল, সবুজ ঢাকা গড়ে তুলব।

আতিকুল ইসলাম বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হলে সঠিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। আমি সেই সুযোগ সৃষ্টি করতে চাই। উত্তর সিটি করপোরেশন এলাকায় বর্তমানে ২৪টি পার্ক রয়েছে।

আমি নির্বাচিত হলে আরও ২৪টি পার্ক গড়ে তোলা হবে। এই উন্নয়নে নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই।