Fri. Oct 17th, 2025
Advertisements

খােলাবাজার২৪,শনিবার,২৫জানুয়ারি,২০২০ঃ যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে, জেলা শিল্পকলা একাডেমি, নোয়াখালী’তে মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে“বিনামূল্যে চক্ষু শিবির, গাইনী, ডায়াবেটিস, সাধারণ ও দন্ত (ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা)চিকিৎসা সেবা প্রদান” করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, সচিব, সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটিরচেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের প্রধানগণ সহস্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
অনুষ্ঠানে প্রায় ৩২৭৫ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৩২৯ জন রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়াও অভিজ্ঞ ডাক্তার দ্বারা দাঁতের রোগীদের বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হয়।