Sat. Oct 18th, 2025
Advertisements

খােলাবাজার২৪,রবিবার,২৬জানুয়ারি,২০২০ঃ বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ আয়োজিত ১১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস প্র্রফেসর ড. এ. কে. আজাদ চৌধুরী। এছাড়াও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ এর সমন্বয়ক অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, সেক্রেটারী অধ্যাপক ড. হাসিনা খান, বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সম্মানিত ফেলোবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সারা দেশের বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়কারীগণ এবং উক্ত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।