Sat. Oct 18th, 2025
Advertisements
খােলাবাজার২৪,সোমবার,২৭জানুয়ারি,২০২০ঃপিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের আজ সোমবার সকালে একাডেমিক ভবনে প্রধান শিক্ষক মো. রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, এ বিদায় তোমাদের জন্য সাময়িক বেদনা বিদূর হলেও আমি আশাবাদী আগামী দিনের শিক্ষার প্রজ্জলিত দীপ শিখাটি তোমাদের জীবনের নতুন দিগন্ত উন্মোচন করে একদিন সমাজের তোমরাই ধারক বাহক হয়ে মঠবাড়িয়া বাসীর মুখ উজ্জল করবে।
উল্লেখ্য এ বিদায় অনুষ্ঠানে ১০৯ জন শিক্ষার্থীকে শিক্ষক ছাত্রীদের অশ্রুসিক্ত বক্তব্য ও মানপত্র পাঠের মাধ্যমে বিদায় জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহকারি শিক্ষক সঞ্জিব মন্ডল, শাহজাহান নেগাহবান, মিজানুর রহমান, রতন কুমার মিস্ত্রী, বিকাশ চন্দ্র গাইন, গোলাম মোস্তফা,  তোফাজ্জেল হোসেন, স্বপন কুমার হাওলাদার প্রমূখ।