রাজশাহী:
উলুধ্বনি আর ঘণ্টা বাজিয়ে বিদ্যা দেবীর পূজা হয় রাজশাহীতে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি ও মন্দিরের মণ্ডপে ভিড় করেন দর্শনার্থীরা। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
বরিশাল:
বরিশালে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয় সরস্বতী পূজা। বিদ্যা অর্জনের জন্য প্রার্থনা করেন ভক্তরা।
চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর বিভিন্ন মন্দির ও মণ্ডপে জড়ো হন সনাতন ধর্মের অনুসারীরা। এ সময় ফল-ফলাদির নৈবেদ্য সাজিয়ে বিদ্যার দেবী সরস্বতীকে নিবেদন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া:
মন্ত্রপাঠের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয় পূজা। এতে অংশ নিয়ে শিক্ষাজীবনের কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
ময়মনসিংহ:
ঢাকের আওয়াজ আর উলুধ্বনিতে মুখর ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সরস্বতী পূজামণ্ডপ।
এছাড়া সিলেট, ফেনী, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে বাণী অর্চনা এবং অঞ্জলিতে সরস্বতী পূজা হয়। আয়োজনকে ঘিরে ভিড় করেন নানা বয়সী মানুষ।
এদিকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব, সরস্বতী পূজা আজ। নানা আয়োজনে রাজধানীর পূজামণ্ডপগুলোতে চলছে বিদ্যা, বাণী ও সুরের দেবীর অর্চনা।
বৃহস্পতিবার (৩০) জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন।
বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। শ্বেতশুভ্রবসনা দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। তাকে ‘বীণাপাণি’ও বলা হয়। শুভ্র রাজহংস দেবীর বাহন।
বরাবরই দেবীর কৃপালাভের আশায় রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ঘরে ঘরে সাড়ম্বরে এ পূজার আয়োজন করা হয়েছে। দেবীপদে অঞ্জলি দেয়ার পাশাপাশি বিভিন্ন মণ্ডপে দেবীর সামনে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হবে ‘হাতেখড়ি’ দিয়ে। কোনো কোনো মণ্ডপে হচ্ছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।