Thu. Oct 16th, 2025
Advertisements

খােলাবাজার২৪,শনিবার, ০১ফেব্রুয়ারি,২০২০ঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএসসিসি) বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন ভোটকেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করছেন বারবার। তবুও হাল ছাড়েননি। কেন্দ্র থেকে কেন্দ্র চষে বেড়াচ্ছেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এই জ্যেষ্ঠ ছেলে।

শনিবার সকালে গোপীবাগে নিজের ভোট দিয়ে ভোট কেন্দ্র পরিদর্শনে বের হন ইশরাক।দক্ষিণ সিটি করপোরেশনের সেন্ট্রাল উইমেন্স কলেজ, নারিন্দা মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বামীবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, করাতি টোলা সি.এম.এস মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রায়ের বাজার সরকারি প্রথমিক বিদ্যালয়সহ ৫০ টির মত কেন্দ্র ঘুরে দেখেন।

অধিকাংশ কেন্দ্রে গিয়ে ধানের শীষের এজেন্টকে পাননি ইশরাক। কোথাও মারধর করে, কোথাও ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে এজেন্টরা ইশরাকের কাছে অভিযোগ করেন।

তাদের কথা শুনে নিজেদের এজেন্টকে ফের কেন্দ্রে প্রবেশ করান ইশরাক হোসেন। প্রতিকূলতা অতিক্রম করে শেষ পর্যন্ত ভোটে থাকার আহ্বান জানান তিনি।

এদিকে ইশরাক হোসেন কেন্দ্রে পৌঁছালে ভোটাদের ভোট কেন্দ্রে ভোট দিতে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় ইশরাক বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন অজুহাতে আমাদের এজেন্টকে বের করে দেয়া হচ্ছে। কোথাও জোর-জবরদস্তি করে আমাদের এজেন্টকে বের করে দেয়া হচ্ছে। এতকিছুর পরও আমরা নির্বাচনে আছি। আমি শেষ পর্যন্ত নির্বাচনে থাকার অঙ্গীকার করেছিলাম। সেই কথা রেখেছি।