খােলাবাজার২৪,মঙ্গলবার,০৪ফেব্রুয়ারি,২০২০ঃবার্তা পরিবেশকঃ কামারটেকে অবস্থিত তালেব হোসেন মেমোরিয়াল একাডেমিতে ৩য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত ২৯ জানুয়ারী একাডেমির মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ তফাজ্জল হোসেন। তিনি আনুষ্ঠানিকভাবে সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ধোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক,বিশিষ্ঠ সমাজসেবক রোটারিয়ান বশিরুল ইসলাম বশির।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সবুজ পাহাড় কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন,প্রভাষক মোঃ মোখলেছ মোল্লা ,যশোর ইউনিয়নের চেয়ারম্যান রাসেল আহমেদ,শিবপুর থানার এস আই রফিকুল ইসলাম,মোঃ জামাল উদ্দিন, বাচ্চু প্রধান, ফারজানা ইয়াসমিন শিমু, উসমান গণি,হারুন অর রশিদ, জিদনী মোরশেদ,কাজী আমজাদ হোসেন,ওয়াহেদ উল্লাহ, আব্দুল আজিজ মোল্লা,আবু তালেব,মোরশেদুল হক রোকন, বিলকিছ আক্তার,চাদনী আক্তার,ঝুমুর রানী দাস,রতন মোল্লা প্রমুখ। মোট ৬০টি ক্যাটাগরিতে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
একাডেমির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সজল চন্দ্র পাল ও সহকারী শিক্ষক মোঃ শাহরিয়ার আব্দুল্লাহ ক্রীড়া প্রতিযোগীতা পরিচালনা করেন। ক্রীড়া প্রতিযোগীতা শেষে একাডেমীর প্রতিষ্ঠাতা ও অতিথিবৃন্দ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্রীড়া প্রতিযোগীতা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শত শত দর্শক,এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগীতা,স্কাউটদের মনমুগ্ধকর শারীরিক কসরত ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।