Fri. Oct 17th, 2025
Advertisements
খােলাবাজার২৪,শনিবার,০৮ফেব্রুয়ারি,২০২০ঃ এখনো তথ্য প্রযুক্তি খাতে পর্যাপ্ত দক্ষ জনশক্তি গড়ে ওঠেনি বাংলাদেশে। সরকারি- বেসরকারি উদ্যোগে দক্ষতা বাড়াতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। তবে বিশ্বের সঙ্গে সমান তালে পাল্লা দিতে চাহিদার তুলনায় যা এখনো কম।

বাংলাদেশের মোট জনশক্তির প্রায় ৬০ শতাংশের বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে। প্রতি বছর চাকরির বাজারে প্রবেশ করে অন্তত ২৬ লাখ মানুষ। সরকারি নানা উদ্যোগে এই বিশাল শ্রম শক্তির অর্ধেকও কর্মসংস্থানের যোগান দেয়া যায় না। বেসরকারি খাতে কাজ পাওয়ার পরও বড় একটি অংশ থেকে যায় বেকার।

তবে তথ্য প্রযুক্তির বিশ্বায়নের যুগে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের তরুণ শ্রমশক্তি ঝুঁকছে প্রযুক্তির দিকেই। আউটসোর্সিং-এ কাজ করছেন ৬ লাখের বেশি লোক। শুধু ফেসবুক ব্যবহার করে আয়ের যোগান দিচ্ছে অন্তত ২০ হাজার পেইজ। এর পাশাপাশি দেশি-বিদেশি আইটি ফার্ম কিংবা নির্মাণাধীন হাইটেক পার্কেও প্রয়োজন পড়বে দক্ষ জনশক্তির।

প্রযুক্তি খাতে বর্তমান রফতানি আয় ১শ’ কোটি ডলার থেকে ৫শ’ কোটিতে নিয়ে যেতে চায় সরকার। এ লক্ষ্য পূরণে প্রয়োজন বিবেচনা করে আলাদা আলাদা দক্ষ জনশক্তি অর্জন জরুরি। ২০২১ সালে প্রযুক্তি খাতে পেশাজীবীর সংখ্যা ২০ লাখে উন্নীত করতে চায় সরকার।