Fri. Oct 17th, 2025
Advertisements
খােলাবাজার২৪,মঙ্গলবার,১১ফেব্রুয়ারি,২০২০ঃ ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ছাত্রী লিয়োনাকে র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে তিন ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

রোববার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শৃংখলা কমিটির সভায় এন্টি র‌্যাগিং কমিটির তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। নির্যাতিত অপর শিক্ষার্থী ইমরান বাইরে থাকায় তদন্ত শেষ না হওয়ায় তার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী তোয়াবা নুশরাত মীম ও শায়রা তাসনিম আনিকা এবং চারুকলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মৌমিতা পারভিন।