Thu. Oct 16th, 2025
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,১২ফেব্রুয়ারি,২০২০ঃ মহাশূন্যে টানা ৩২৮ দিন থেকে রেকর্ড গড়লেন মার্কিন প্রকৌশলী ক্রিস্টিনা কচ। নারী হিসেবে সর্বোচ্চ সময় মহাকাশে থাকার রেকর্ড এখন তার। ২০১৯ সালের মার্চ মাসে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই নভোচারী।

এর আগে নারীদের মধ্যে রেকর্ড ছিলো পেগি উইটসনের। তিনি টানা ২৮৮ দিন মহাকাশে অবস্থান করেছিলেন। তার রেকর্ড ভেঙে ফেলায় প্রশংসায় ভাসছেন ক্রিস্টিনা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আপনি সমগ্র নারীজাতির জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্র আপনাকে নিয়ে গর্বিত।

দৃষ্টান্ত স্থাপন করা নভোচারী ক্রিস্টিনা জানান, তার এই সাফল্য বিজ্ঞানের জন্য খুবই উপকারী প্রমাণ হতে চলেছে। দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে একজন মানুষের শরীরের উপর শুন্য মাধ্যাকর্ষণ শক্তির কতটা প্রভাব পড়ে তা নিয়ে বিস্তারিতভাবে গবেষণা করতে পেরেছেন তারা। এই গবেষণার ফলাফল ভবিষ্যতে চাঁদ বা মঙ্গলে নভোচারী পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেও জানান তিনি।

তবে সবমিলে সর্বোচ্চ মহাকাশে থাকার রেকর্ড এখনও পেগি উইটসনের দখলে। তিনি তিনবারে মোট ৬৬৫ দিন অতিবাহিত করেছেন মহাশুন্যে।