Sat. Oct 18th, 2025
Advertisements

খােলাবাজার২৪,রবিবার,২৩ফেব্রুয়ারি,২০২০ঃনরসিংদী প্রতিনিধিঃ ২১ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত্রে নরসিংদী সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-১১। গ্রেফতার কৃতরা হলো ১.মোঃ অভিত মিয়া ,নরসিংদী সদর উপজেলার বানিয়া ছল এলাকায় (২৮) ২. বাদল মিয়ার ছেলে মোঃ পাপ্পু মিয়া (২৮) ৩. নরসিংদী সদর উপজেলার বানিয়াছল গ্রামের বাদল মিয়ার মেয়ে মারিয়া আক্তার মন্টি (২৩) ৪.মোঃবাদল মিয়া (৫৮)। তার সবাই নরসিংদী জেলার সদর থানার স্থায়ী বাসিন্দা।র‌্যাব-১১ মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন পিপিএম (বার) প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরও জানান,গত ২৮ ডিসেম্ভর ২০১৯ তারিখে ডিবির পরিচয় মোঃ রাসেলকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যাক্তি নরসিংদী আদলতের সামনে থেকে মাইকোবাসযোগে তুলে নিয়ে যায়। চেতনানাশক ঔষধ প্রয়োগ করে অচেতন করে সেখান থেকে তাকে একটি ফ্লাট বাসায় নিয়ে হাত-পা ও চোখ বেঁধে মারধর সহ বিভন্ন শারীরিক নির্যাতন করে এবং সেই নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করে। ভিকটিম রাসেলকে জিম্মি করতঃ হত্যার হুমকি দিয়ে পারিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণ আদায় করে। এই ব্যাপারে ব্রাম্মনবাড়ীয়া জেলার আবদুল হকের ছেলে রাসেল হাসান র‌্যাব-১১ কাছে লিখিত অভিযোগ করলে তার প্রেক্ষিতে গোপন অনুসন্ধানের মাধ্যমে সত্যতা পায় এবং অপহরণকারী চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী জেলার সদর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।