Fri. Oct 17th, 2025
Advertisements

শনিবার আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও অবমুক্ত করা হয়েছে। আন্দামানের হ্যাভলক আইল্যান্ডে ভিডিওটির চিত্রায়ন হয়েছে।

গানচিত্রটি পরিচালনা করেছেন জয় শাহরিয়ার, চিত্রায়ন করেছেন জেসমিন নাহার ও সম্পাদনা করেছেন বর্ন চক্রবর্তী।

এ প্রসঙ্গে জয় বলেন, এ বছর আমার প্রথম গান ‘তুমি’। বরাবরের মতো আমার মতন করেই করেছি গান, তবে এই সময়ের সাউন্ডস্কেপ রাখার চেষ্টা করেছি। প্রথমবারের মত প্রিয় লেখক ইশতিয়াক আহমেদের কথায় গান বাঁধতে ভালো লেগেছে।

এছাড়া  ‘তুমি’ শ্রোতারা সব মোবাইল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শুনতে পারবেন।