Fri. Oct 17th, 2025
Advertisements
৫০ বছর পর দেখা মিলল এই সাপের
খােলাবাজার২৪,রবিবার,০১মার্চ,২০২০ঃ  প্রায় ৫০ বছর পর দেখা মিলল বিরল প্রজাতির রংধনু সাপের।

আমেরিকার ফ্লোরিডায় ওচালা ন্যাশনাল ফরেস্ট দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি সাপটির ছবি তোলেন। সাপটি প্রায় ৪ ফুট লম্বা।

ফ্লোরিডা মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের সাপ সবশেষ দেখা যায় ১৯৬৯ সালে, মারিওন কাউন্টিতে। মিউজিয়ামের কর্তারা বলছেন, এই সাপ বিষহীন। মানুষের জন্য ক্ষতিকরও নয়।

রংধনু সাপ অতিমাত্রায় পানিপ্রেমী। জীবনের অধিকাংশ সময় তারা জলজ উদ্ভিদের ভেতর নিজেদের লুকিয়ে রাখে। পূর্ণবয়স্ক রংধনু সাপ সাধারণত ৩ ফুট থেকে ৬ ফুট লম্বা হয়।

ফ্লোরিডা মিউজিয়ামের তথ্যানুযায়ী আমেরিকায় এখন পর্যন্ত ৫ ফুট ৬ ইঞ্চি লম্বা রংধনু সাপ দেখা গেছে।