Thu. Oct 16th, 2025
Advertisements

খােলাবাজার২৪,বুধবার,০৪মার্চ,২০২০ঃ আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের আয়োজনে ২৭-২৯ ফেব্র“য়ারি ২০২০ অনুষ্ঠিত ‘ইউএস ট্রেড শো-২০২০’ এ সমৃদ্ধ স্টল স্থাপনের জন্য পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ছবিতে ক্রেস্ট হাতে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন জোয়েন ওয়াগনার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এর সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ ২৭ ফেব্র“য়ারি ২০২০ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন করেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ২৯ ফেব্র“য়ারি ইসলামী ব্যাংকের স্টল পরিদর্শন করে নান্দনিকতার ভুয়সী প্রশংসা করেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উক্ত ট্রেড শো’তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্কযুক্ত ৭৮টি স্টলের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শন করা হয়েছে।