Fri. Oct 17th, 2025
Advertisements
খােলাবাজার২৪,শনিবার,০৭মার্চ,২০২০ঃ অ্যালকোহল সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই সতর্কবাণী সবসময় আমাদের আশেপাশে থাকে। তবে এই জাতীয় পানীয়র মধ্যে বিয়ারে অ্যালকোহলের মাত্রা তুলনামূলক কম। গবেষকদের দাবি পরিমিত বিয়ার পান করলে দীর্ঘদিন বাঁচতে পারে মানুষ। তবে অতিরিক্ত পান করলে সেটা দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে।

গবেষণা বলছে, রোজ অল্প পরিমাণে বিয়ার আয়ুবৃদ্ধিতে সাহায্য করে। নেদারল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ের রিসার্চ বলছে, প্রতিদিন আধ পাঁইট বিয়ার সেবন করলে, অন্য কোনও অসুখ না থাকলে ৯০ এর কোঠায় পৌঁছাতে পারে মানুষ।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল ও দি সান অনলাইনে এই তথ্য প্রকাশিত হয়েছে। এই গবেষণা চালানো হয়েছে সাড়ে ৫ হাজার মানুষের উপর। তাদের প্রত্যেকেরই ২ দশকের উপর অ্যালকোহল সেবনের অভ্যাস আছে। গবেষকদের মতে, অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফল মারাত্মক হতে পারে ঠিকই, হবে অল্প পরিমাণে বিয়ার বা হুইস্কি হার্টের পক্ষে ভাল।

তবে এই রিসার্চ কোনোভাবেই নতুন করে অ্যালকোহল আকৃষ্ট হতে বলছে না। ন্যাশনাল হেলথ সার্ভিস-এর নির্দেশিকা বলছে, সপ্তাহে ৬ পাঁইটের বেশি বিয়ার সেবন ঠিক নয়। ওয়াইন সপ্তাহে থাকুক ৬ গ্লাসের মধ্যে।