Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার,১০মার্চ,২০২০ঃ দেশে যে তিন ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানা।

তিনি বলেন, ওই তিনজন রাজধানীর একটি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। এছাড়া আরও আটজন ‘আইসোলেশনে’ আছেন।

এরআগে রোববার বিকেলে দেশে তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘোষণা দেয় আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ওই তিনজনের মধ্যে দুই জন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাদের কাছে থেকে বাকী একজন করোনায় আক্রান্ত হন।

আইইডিসিআর পরিচালক বলেন, ইতালি থেকে আসা প্রবাসী বাঙালিদের কাছাকাছি এসেছেন-এমন চারজনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এ ছাড়া বিদেশ থেকে আসা আরও বেশ কয়েকজনকে বাড়িতে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় সাতজনের নাক-মুখের লালা পরীক্ষা করা হয়েছে। তাদের কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।