Tue. Aug 26th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যরা যৌথসভায় উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগসহ যেসব সহযোগী সংগঠনের  সম্মেলন হয়েছে, তাদের কমিটি দেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, বিষয়টি আমি জানিয়ে দিলাম। একই সঙ্গে কমিটি প্রধানমন্ত্রীর হাতে এক কপি ও আওয়ামী লীগ অফিসে এক কপি জমা দেবেন। আর যেসব সংগঠনের মেয়াদ শেষ হয়ে গেছে তারা সম্মেলনের প্রস্তুতি নিন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ১৭ মার্চ রাত ৮টার আতশবাজি কর্মসূচি পালন করবে সারা দেশব্যাপী একযোগে। নেতারা যার যার এলাকায় আলোকসজ্জা করবেন। সাজ সজ্জা করা যাবে কিন্তু কারো ছবি ব্যাবহার করা যাবে না, বঙ্গবন্ধুর ছাড়া।

এ সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,  প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকীল প্রমুখ।