Tue. Oct 14th, 2025
Advertisements
খােলাবাজার২৪, শুক্রবার , ১৩মার্চ, ২০২০ঃ রাজশাহীর লক্ষিপুর প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে মোনোন ফাইটার্সকে ১১১ রানের বিশাল ব্যবধানে  পরাজিত করে লক্ষিপুর হক্স লিগ চ্যাম্পিয়ন হয়। 

আজ শুক্রবার রাজশাহী মেডিকেল ক্যাম্পাস মাঠে রাজশাহীর লক্ষিপুর প্রিমিয়ার লিগ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।লক্ষিপুর হক্স টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে।লক্ষিপুর হক্স এর বিপরীতে মোনোন ফাইটার্স ব্যাটিং করতে নেমে ৮২ রানে অলআউট হয়। 

মোনোন ফাইটার্স কে ১১১ রানের বিশাল ব্যাবধানে হারানোয় লক্ষিপুর হক্স টিম এর সকল খেলোয়াড়দের কে রাজশাহী সিটি মেয়র খাইরুজ্জামান লিটন, নগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, লক্ষিপুর বাজার মালিক কমিটির সভাপতি ও রাজশাহী ক্লিনিক এ্যাসেসিয়েশন এর কোষাধ্যক্ষ আলহাজ্ব পারভেজ আলম, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী আব্দুল আলিম এবং টিম ম্যানেজমেন্টের অন্যতম প্রধান সদস্য মোহাম্মদ আলী আসগার শাওন টিম লক্ষিপুর হক্স এর সকল খেলোয়াড়দের অভিনন্দন জানান। 
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন লক্ষিপুর ক্রিয়া পরিষদ ও রাজশাহী সিটি করপোরেশনের যৌথ উদ্দগে ৮দলের টুর্নামেন্টের গত ১৪ই ফেব্রুয়ারী রাজশাহী মেডিকেল ক্যাম্পাস মাঠে শুভ উদ্বোধন করেন।