Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার২৪, শুক্রবার, ২০মার্চ,২০২০ঃ করোনাভাইরাসে ইরানে প্রতি দশ মিনিটে একজন মারা যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুরের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইরানে প্রতি ঘণ্টায় ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আর, প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছেন একজন।

গতকাল বৃহস্পতিবার টুইটারে কিয়ানুশ জাহানপুর লিখেন, ‘আমাদের হাতে আসা তথ্য দেখে বলতে পারি, ইরানে করোনায় আক্রান্ত হয়ে প্রতি ১০ মিনিটে একজন মারা যাচ্ছেন এবং প্রতি ঘণ্টায় আক্রান্ত হচ্ছেন অন্তত ৫০ জন।’

যুক্তরাজ্যের ইন্ডিপেনডেন্ট পত্রিকার প্রতিবেদন মতে, তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আশঙ্কা করা হয়েছে, ইরানে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়াতে পারে।

সরকারিভাবে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা এক হাজার ২৮৪ বলা হলেও, বিশেষজ্ঞদের ধারণা, মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ইরানে ১8 হাজার ৪০৭ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি।

এদিকে, দেশের সরকারি গণমাধ্যম গতকাল ইরানের প্রাক্তন সংসদ সদস্য হামিদ কাহরাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ইরানের সংসদে প্রতিনিধিত্ব করেন।

এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা, শীর্ষস্থানীয় আলেমসহ এ পর্যন্ত অন্তত ১৬ জন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গিয়েছেন।

২০১৭ সালের হিসাব অনুযায়ী ইরানে মোট জনসংখ্যা আট কোটির বেশি।