Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার২৪,শনিবার,২১মার্চ,২০২০ঃ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান, লখপুর গ্রুপের কর্ণধার ও বিশিষ্ট শিল্পপতি জনাব এস এম আমজাদ হোসেনের ভাই বিশিষ্ট সমাজসেবক এস এম রুহুল কুদ্দুসের (৫৭) মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম চৌধুরী।
মরহুম রুহুল কুদ্দুস ফুসফুসে পানি জমার রোগে ভুগছিলেন। তিনি ২০ মার্চ, ২০২০ শুক্রবার ভোরে খুলনায় নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মরহুমের জানাজা শুক্রবার জুম্মাবাদ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুরে বায়তুন নুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং পারিপারিক কবরস্থানে তাঁকে দাপন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রুহুল কুদ্দুস অত্যন্ত সদালাপী নিরহংকার ধর্মপ্রাণ মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
এসবিএসি ব্যাংক পরিবারের পক্ষ থেকে এক বার্তায় তারিকুল ইসলাম চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মহান আল্লাহর কাছে ধৈর্যধারনের তৌফিক কামনা করেন। আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন। আমিন।