Mon. Oct 13th, 2025
Advertisements

খােলাবাজার২৪, রবিবার, ২২মার্চ, ২০২০ঃ করোনা ভাইরাস মোকাবিলায় ভারতের উদ্যোগে নেওয়া সার্ক ফান্ডে বাংলাদেশ দেড় মিলিয়ন ডলার দেবে। রোববার (২২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

করোনা ভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলো ইতোমধ্যেই এক মত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সার্ক দেশগুলোর শীর্ষ নেতারা অংশও নেন। ভারতের প্রধানমন্ত্রী প্রথম দিনেই সার্ক ফান্ডে ১০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দেন।

সূত্র জানায়, সার্ক ফান্ডে নেপাল ১ কোটি নেপালি রুপি, আফগানিস্তান ১ মিলিয়ন ও ভুটান ১ লাখ মার্কিন ডলার দেবে।