Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, রোববার  ১০ মে, ২০২০: চলতি বছরের ২০ জানুয়ারি মুক্তি পায় ১০০ কোটি রুপি বাজেটের দক্ষিণ ভারতের সিনেমা আল্লু অর্জুন অভিনীত সিনেমাটির ‘সিথারালা সিরাপাড়ু’ শিরোনামের একটি গানের বিরুদ্ধে সুর চুরির অভিযোগ উঠেছে। ছবিটির এই গানে সুপারস্টার আল্লু অর্জুন ঠোঁট মিলিয়েছেন। গানটির সুর সংগীতে দেখা গেছে এস. থামান এর নাম। বিষয়টি নজরে এসেছে ‘যে পাখি ঘর বোঝে না’ গানের সুরকার প্লাবন কোরেশির। অভিযোগ উঠেছে, বাংলাদেশের ২০১৫ সালের মুক্তি পাওয়া জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহর ‘যে পাখি ঘর বোঝে না’ গানটির সুর নকল করা হয়েছে ‘সিথারালা সিরাপাড়ু’ গানে। প্লাবন কোরেশির কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছিলেন তরিক আল ইসলাম। যদিও ১৭ জানুয়ারি ইউটিউবে প্রকাশিত ‘সিথারালা সিরাপাড়ু’ গানের সুর সংগীতে দেখা গেছে থামান এস এর নাম।

এ বিষয়ে প্লাবন কোরেশি, আমরা গানটা করেছিলাম পাহাড়ি ঢং-এ। তারাও তালটাকে একইভাবে বিন্যাস করেছে। মুখের সুরটাকে তারা সিগনেচার টিউন করেছে। এটাকে অবশ্য বাংলাদেশের প্রাপ্তিই বলবো। সুর কোনো সীমানা চেনে না, এটা তার প্রমাণ।

গানটির শিল্পী ধ্রুব গুহ বলেন, আমাকে বেশ কয়েকজন ইনবক্সে গানটি পাঠিয়েছেন, শুনেছিও। আমাদের অনুমতি নিয়ে গানটা করলে ভালো লাগতো। ওদের কত বড় ইন্ডাস্ট্রি! আমরা সেই তুলনায় সামান্য। এই সামান্যকে মূল্য দিলে তারা আরো বেশি সন্মান পেত।

গেল ২০ জানুয়ারি ‘আলা বইকুণ্ঠপুরামুলো’ ছবিটি ভারতে মুক্তি পায়। ছবিটিতে আল্লু ছাড়াও আরো অভিনয় করেছেন পূজা হেগড়ে, টাবু, জয়রাম। ছবিটি পরিচালনা করেছেন ত্রিবিক্রম শ্রীনিবাস।