Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

গত এক বছরে সেরেনার চেয়ে বেশি আয় করেছেন নাওমি ওসাকা

খােলাবাজার২৪,শনিবার ২৩ মে, ২০২০:আয়ের দিক থেকে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামসকে পিছনে ফেলেছেন নাওমি ওসাকা। সুবাদে জাপানের এই তারকা বনে গেছেন বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী নারী অ্যাথলিট।

ফোর্বস ম্যাগাজিন বলছে, ২২ বছরের ওসাকা গত ১২ মাসে প্রাইজমানি ও স্পন্সর চুক্তি থেকে আয় করেছেন ৩০.৭ মিলিয়ন পাউন্ড। ৩৮ বছরের সেরেনার চেয়ে ১.১৫ মিলিয়ন পাউন্ড বেশি আয় করেছেন দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ওসাকা।

ওসাকা ও সেরেনা দুজনেই ভেঙ্গে ফেলেছেন মারিয়া শারাপোভার গড়া আয়ের রেকর্ডটা। রাশিয়ান এ গ্ল্যামার গার্ল এক বছরে ২৪.৪ মিলিয়ন পাউন্ডের মেয়েদের সর্বোচ্চ আয়ের রেকর্ডটা গড়ে ছিলেন ২০১৫ সালে।

২০২০ সালে ফোর্বসের ১০০ শীর্ষ আয়ের অ্যাথলিটদের তালিকায় ওসাকা রয়েছেন ২৯তম স্থানে। তার চেয়ে চার ধাপ পিছিয়ে রয়েছেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা। পূর্ণ তালিকা প্রকাশ করা হবে আগামী সপ্তাহে।

১৯৯০ সাল থেকে নারী অ্যাথলিটদের আয়ের হিসাব প্রকাশ শুরুর পর থেকে টেনিস খেলোয়াড়রাই সব সময় শীর্ষের জায়গাটা দখল করে নিয়েছে।