Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শনিবার ২০ জুন, ২০২০:সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও আওয়ামীলীগ নেতা নাসিমকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার দায়ে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের (বেরোবি) মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন প্রগতিশীল শিক্ষক সমাজ থেকে বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মুনিরাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবু কালাম মো: ফরিদ উল ইসলাম জানান- বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও আওয়ামীলীগ নেতা নাসিমকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয় সিরাজুম মনিরা। যা একজন শিক্ষকের কাছ থেকে কোন ভাবে কাম্য নয়।

যেহেতু এই সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। সেজন্য তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে মিটিং করে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সদ্য প্রয়াত সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে কটূক্তি করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের সেই শিক্ষককে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় শনিবার রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ এবং আদালতের কাছে পাঁচদিনের রিমান্ড আবেদন করে। যার শুনানি সোমবার হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৭ জুন ধার্য করা হয়।