Fri. Sep 12th, 2025
Advertisements
  
খােলাবাজার২৪,রবিবার, ৮ মার্চ,২০২০ঃ টয়লেট পেপার কিনতে সুপারশপে যাওয়া তিন নারীর মধ্যে মারামারি হয়েছে। এ সময় তারা একে অপরের চুল টানতে থাকেন। মরণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে থাকা অস্ট্রেলিয়ার একটি সুপারশপে সম্প্রতি এ ঘটনা ঘটে। পরে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস থানায় ওই ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনার তদন্তে আগামী ২৮ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনাভাইরাস আতঙ্কে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় টয়লেট পেপারের অভাব দেখা দিয়েছে। সকলেই যাতে টয়লেট পেপার কিনতে পারেন, তাই বিক্রির ক্ষেত্রে রাশ টানা হয়েছে। একজন ব্যক্তিকে একটিমাত্রই টয়লেট পেপার বিক্রি করার নির্দেশিকা জারি হয়েছে দেশটির শপিং মলগুলোতেও। কিন্তু নির্দেশিকার কথা শুনে বেজায় চটলেন এক নারী। রীতিমতো হাতাহাতি, চুলোচুলিও করেন তিনি। ওই ভিডিওই এখন ভাইরাল।

নারীদের মারামারির ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন নারী শপিং মলের ট্রলি ভরে টয়লেট পেপার নিয়ে যাচ্ছেন। আরেকজন নারী দেখেন, টয়লেট পেপার আর নেই। তাই বাধ্য হয়ে ওই নারী ভর্তি ট্রলি থেকে একটি টয়লেট পেপার নিতে গিয়েছিলেন। যুক্তি হিসাবে তিনি বলেন, কেউই একটার বেশি টয়লেট পেপার নিতে পারেন না। তা সত্ত্বেও কেন বেশি টয়লেট পেপার নিচ্ছেন তিনি? প্রশ্ন শুনে বেজায় চটেন ওই নারী। তিনি নির্দেশিকা মানেন না বলেই সাফ জানিয়ে দেন। কথা কাটাকাটি শুরু হয়ে যায় দুজনের। তার মাঝে ট্রলিতে হাত দেন আরেক নারী। এরপর আর মেজাজ সামলাতে পারেননি ওই নারী। হাতাহাতি শুরু হয়ে যায় দুজনের। শপিং মলের এক নারী কর্মী বিষয়টি সামাল দিতে এগিয়ে আসেন। তার মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চীনের ‍হুবেই প্রদেশের উহান শহর থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৩ হাজার ৬০০ মানুষ। এই ভাইরাসে সংক্রমণের সংখ্যা এখন পর্যন্ত লাখ ছাড়িয়েছে। দিন দিন সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে।

প্রসঙ্গত, বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তাদের কোয়ারেনটাইনে রাখা হয়েছে বলেও জানায় সংস্থাটি।

আজ রোববার দুপুরে আইইডিসিআরের মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্তদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ। তাদের মধ্যে পুরুষ দুজন ইতালিফেরত বাংলাদেশি।