Mon. Oct 13th, 2025
Advertisements

খােলাবাজার২৪,রবিবার ০৯ আগস্ট, ২০২০: ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’ গানের সুরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতব্যক্তিত্ব আলাউদ্দিন আলী আজ রবিবার রাজধানী মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

কিংবদন্তী এ গীতিকার, সুরকার, সংগীত পরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য ও জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র সভাপতি অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান।

নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, খ্যাতিমান এ গীতিকার, সুরকার, সংগীত পরিচালকের মৃত্যুতে বাংলাদেশের সংগীত অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হলো। সংগীত অঙ্গনের কলাকুশলী ও দর্শকশ্রোতা অসংখ্য কালজয়ী গানের এ ¯্রষ্টাকে আজীবন মনে রাখবে এবং তার কর্মের মূল্যায়ন করে যাবে।