Fri. Oct 17th, 2025
Advertisements

খােলাবাজার২৪, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২০: বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে পদ্মায় তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে এসব নৌযান বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডাব্লিউটিএর শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, আজ সকাল ৭টার দিকে শিমুলিয়া ঘাটে বেশকিছু লঞ্চ চলাচল করছিল। দুপুর ১২টার দিকে পদ্মায় তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে লঞ্চের পাশাপাশি সকাল থেকেই স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

শিমুলিয়া ঘাটের ম্যারিন ম্যানেজার মোহাম্মদ আলী জানান, এক নম্বর সতর্কতা সংকেত চলছে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে। বর্তমানে তিনটি রো রোসহ আটটি ফেরি চলাচল করছে। ঘাটে পারাপারের অপেক্ষায় দুই শতাধিক যানবাহন আটকে আছে। তবে এসব স্বাভাবিক সময়ের মতো। আবহাওয়া খারাপ থাকায় ফেরি চালাতে কিছুটা অসুবিধা হচ্ছে।