Thu. Oct 16th, 2025
Advertisements


খােলাবাজার২৪  মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২০: বাংলাদেশ অ্যাসোসিয়েশন্স অব ব্যাংকস্্ (বিএবি)-এর কর্মসূচির আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন ব্যাংকের কাটাখালী শাখা, বাগেরহাটে সম্প্রতি মুজিব কর্নার উদ্বোধন করেন।
এসময়ে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, পরিচালক বেগম সুফিয়া আমজাদ, স্বতন্ত্র পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমানসহ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। মুজিব কর্নারে বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কিত বই, ডিজিটাল প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে।