Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, সোমবার, ৩১ আগস্ট, ২০২০: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত সব তথ্য গণমাধ্যমে তুলে ধরতে ১৫ সদস্য বিশিষ্ট একটি মিডিয়া সেল গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।  বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমান।ডা. মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘আমাকে প্রধান করে মোট ১৫ সদেস্যর ১৫ সদস্যবিশিষ্ট একটি মিডিয়া সেল গঠন করা হয়েছে। এমআইএস শাখার তত্ত্বাবধায়নে এই ১৫ জনই শুধু গণমাধ্যমে কথা বলবেন।এমআইএস পরিচালক বলেন, ’১৫ জনকে নিয়ে সেলটি গঠন করা হলেও আপাতত এমআইএস শাখার পাঁচজন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন  করবেন। এই পাঁচজন হলেন ডা. আনোয়ারা শরিফ, ডা. শাহ মোহাম্মদ জসিম উদ্দিন, ডা. এ বি এম শামছুজ্জামান সেলিম, ডা. মো. মারুফুর রহমান ও ডা. মোহাম্মদ আদনান খান। রোস্টার অনুযায়ী তাঁরা একেক সময় দায়িত্ব পালন করবেন।স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন শাখা ও অপারেশন প্ল্যান (ওপি) প্রধানরা সেলের সদস্যদের কাছে গণমাধ্যমের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহ করবেন। সেই তথ্য-উপাত্ত সদস্যরা সরবরাহ করবেন বলে জানান ডা. হাবিবুর রহমান।সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের পরিচালক পদমর্যাদার কর্মকর্তা ছাড়া কেউ কোনো গণমাধ্যমে কথা বলতে পারবেন না।এত দিন অধিদপ্তরটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মৌখিক নির্দেশে তিনি আর ওই দায়িত্বে নেই।