Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার২৪, রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২০: সুস্থ জীবনের জন্য বিশুদ্ধ পানির বিকল্প নেই। বাংলাদেশসহ বিশ্বজুড়ে চলছে এখন বিশুদ্ধ পানির সংকট। বাংলাদেশের বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় গত ২০ বছর ধরে কাজ করে আসা স্বনামধন্য প্রতিষ্ঠান সেফ ইন্টারন্যাশনাল প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে নিয়ে এলো ভিয়েতনামের বিখ্যাত ক্যাঙারু ব্র্যান্ডের হাইড্রোজেন ওয়াটার ফিল্টার মেশিন।

এ প্রসঙ্গে সেফ ইন্টারন্যাশনালের ব্যাবস্থাপনা পরিচালক মো. বদিউজ্জামান খান কিরণ বলেন, ‘সেফ ইন্টারন্যাশনাল শুরু থেকেই কোয়ালিটি এবং সার্ভিস নিশ্চিত করতে বদ্ধপরিকর। গত ২০ বছর ধরে ব্যবসার পাশাপাশি ভোক্তাদের উন্নত সেবা নিশ্চিত করে আসছি আমরা। তারই ধারাবাহিকতায় আমরা এবার চীন, ভারত ও ভিয়েতনামের ১৫/১৬টা কোম্পানির ফ্যাক্টরি সরেজমিন ভিজিট করে ভিয়েতনাম থেকে হাইড্রোজেন ওয়াটার ফিল্টার মেশিন প্রথমবারের মতো বাজারে নিয়ে আসছি, যার সুফল আমাদের দেশের ভোক্তা সাধারণ পাবে বলে আমার বিশ্বাস। হাইড্রোজেন ওয়াটার ফিল্টার সম্পর্কে ক্রেতারা বিস্তারিত জানতে চাইলে আমাদের হটলাইন (০১৯৭৬৬০৪৪৪৪) নম্বরে ফোন দিয়ে জানতে পারবেন।’

হাইড্রোজেন ওয়াটার নিয়ে সেফ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আক্তার হামিদ খান বলেন, ‘সব খাবার পানীয়তেই একটা নির্দিষ্ট মাত্রার এসিড থাকে, যাকে পিএইচ  দ্বারা প্রকাশ করা হয়। এটি মূলত হাইড্রোজেনের শক্তি প্রকাশ করে। পিএইচ স্কেল ১ থেকে ১৪ মাত্রায় প্রকাশিত হয়। কোন পানীয়তে ১ হলো সবচেয়ে বেশি এসিডিক এবং ১৪ হলো সবচেয়ে কম এসিডিক বলে ধরা হয়। সাধারণত পানিতে পিএইচ এর স্বাভাবিক মাত্রা ৬.৪ থেকে ৭.৪ ধরা হয়। কিন্তু বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন এলাকায় সারফেস ওয়াটারের পিএইচ এর মাত্রা অনেক কম। তাই ফিল্টার করার পর পিএইচ আরও কমে যায়। ফলে পানি বেশিরভাগ ক্ষেত্রে এসিডিক হয়ে যায়। সেই কথা মাথায় রেখেই আমরা হাইড্রোজেন ওয়াটার ফিল্টার মেশিন বাজারে নিয়ে আসছি, যার পিএইচ সবসময় ৬ দশমিক ৪ থেকে ৭ দশমিক ৪ এর মধ্যেই থাকবে। যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী।’