খােলাবাজার২৪, রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২০: সম্প্রতি যমুনা ব্যাংক টাওয়ারে সামাজিক দূরত্ব বজায় রেখে যমুনা ব্যাংক লিমিটেড এর Town Hall Meeting’2020 অনুষ্ঠিত হয়। যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফজলুর রহমানপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ও যমুনা ব্যাংকের পরিচালক জনাব কানুতোষ মজুমদার।উক্ত সভায় সভাপতিত্ব করেনযমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ।
সভায় ব্যাংকের ২০২০সালের প্রবৃদ্ধি, আমানত, বিনিয়োগ, আমদানি ও রপ্তানিসহ ব্যাংকের বিভিন্ন সেবা নিয়ে পর্যালোচনা করা হয় । সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুস সালাম, ঢাকা জেলা ও ঢাকার আশপাশের শাখা সমূহের শাখার শাখা প্রধান,প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও নির্বাহী গণ উপস্থিত ছিলেন।