Tue. Oct 14th, 2025
Advertisements
খােলাবাজার২৪, শুক্রবার, ১১সেপ্টেম্বর, ২০২০: নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান (বায়ে) ও সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। ফাইল ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মীরেরবাগ এলাকার এক নারীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারী ও শিশু অধিকার ফোরাম। সংগঠনের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

ধর্ষিতার অভিযোগ অনুযায়ী অবিলম্বে ধর্ষণকারী ও মামলার আসামি চেয়ারম্যান ইকবাল হোসেন, তুহিন রেজা, পুলিশের সোর্স রাহাত, জি এম সারোয়ার, দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (নিরস্ত্র), শাহদাত হোসেন, পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান ও ওসি শাহ জামানসহ দুষ্কৃতকারীদের অবলিম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা।

বিবৃতিতে বলা হয়, ‘দেশে আইনের শাসনের বিলুপ্তি ঘটিয়ে, গণতন্ত্রকে হত্যা করে নাৎসি কায়দায় দেশ পরিচালনার জন্য এখন সন্ত্রাসবাদের নির্দয় প্রতাপ চলছে। দুর্নীতি ও রক্তাক্ত সন্ত্রাসের ভাবধারায় অনুপ্রাণিত এই সরকার সারাদেশে অশান্তির বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে। এটাই এখন বাংলাদেশের চিত্র। গত প্রায় ১২ বছর দেশে কোনো আইনের শাসন নেই। যেটা আছে তা হচ্ছে দলীয় শাসন।’

‘আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অপরাধ করলেও বিচার হয় না। ফলে দেশে অরাজক পরিস্থিতি চলছে। এভাবে কোনো দেশ চলতে পারে না। মা, বোনসহ দেশবাসীকে বলব, যার যার অবস্থান থেকে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলুন। তা না হলে আমি আপনি কেউ রক্ষা পাব না।’

সেলিমা রহমান ও নিপুন রায় চৌধুরী বিবৃতিতে আরো বলেন, ‘দেশে নারী ও শিশু থেকে শুরু করে বিরোধীমতের মানুষ কারো কোনো জীবনের নিরাপত্তা নেই।’

গত বুধবার মীরেরবাগ এলাকার ওই নারী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-৪-এর বিচারক তাবাসুম ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশকে তদন্ত করে প্রতিবদেন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৩০ জুন রাতে বিউটি পার্লার থেকে মীরেরবাগ বাসায় ফেরার পথে কেরানীগঞ্জ থানার পুলিশের সোর্স রাহাতের সহযোগিতায় তাঁকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে তিন দিন আটকে রাখা হয়। পরে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, তুহিন রেজা, পুলিশের সোর্স রাহাত ও তেলঘাটের জি এম সারোয়ার তাঁকে ধর্ষণও করেন। এ ঘটনায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) শাহ জামানসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ গত বছরের ২৩ আগস্ট আত্মপ্রকাশ করে। নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজ করে সংগঠনটি। এই ফোরামের উপদেষ্টা কমিটিতে বিএনপির নেতারা রয়েছেন।