Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খােলাবাজার২৪, শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২০:  নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটনা পেশাগত সর্বোচ্চ দক্ষতা দিয়ে পরিচালনা কার হবে বলে জানিয়েছেন সিআইডির ডিআইজি মাঈনুল হাসান।আজ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তার সাথে ছিলেন, অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।সিআইডি কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আমরা অন্যান্য সবগুলো তদন্ত কমিটির রিপোর্ট হাতে নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা করব।প্রতিবেদনটি দ্রুত সম্পন্ন করে মামলা পরিচালনা করা হবে বলেও জানান তিনি।  গত ৪ সেপ্টেম্বর এশার নামাজ পড়ার সময় ওই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। যেখানে মারাত্মকভাবে দগ্ধ হন ৩৭ জন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে গতকাল পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। বর্তমানে তারা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।  বিস্ফোরণ ঘটনায় একদিন পর ফতুল্লা থানায় একটি মামলা হয়। গত বৃহস্পতিবার মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়।