খােলাবাজার২৪, শনিবার, ১২সেপ্টেম্বর, ২০২০: ২০০৩ সালে পাশ হওয়া প্রকল্প শেষ হয়নি ১৭ বছরেও। এমনই দুরবস্থা সাভারের চামড়া শিল্প নগরীর। অন্তত ৮টি ডেডলাইন পেরিয়ে এখন প্রকল্পটিতে কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা চালু করার নতুন সময়সীমা এ বছরের ডিসেম্বর পর্যন্ত।
তবে বাস্তবতা হল কাজের গতি বিবেচনায় নির্ধারিত সময়ে শেষ করা নিয়ে সন্দিহান উদ্যোক্তারা। বিশ্লেষকরা বলছেন, এ খাতের রপ্তানি বাড়াতে লেদার ওয়ার্কিং গ্রুপের সক্রিয় সহযোগিতায় চামড়া শিল্প নগরীকে বিশ্বমানে নিয়ে যাওয়ার কোন বিকল্প নেই।