খােলাবাজার২৪, শনিবার, ১২সেপ্টেম্বর, ২০২০:
যতই থাকি দূর প্রবাসে
যায় কি ভুলে থাকা!
আমার প্রিয় স্বদেশভূমি
সবুজ-শ্যামলে ঢাকা।
আজো আমার লেগে আছে
যায় কি ভুলে থাকা!
আমার প্রিয় স্বদেশভূমি
সবুজ-শ্যামলে ঢাকা।
আজো আমার লেগে আছে
গায়ে মাটির ঘ্রাণ,
স্বদেশ আমার আমি
যে তার একে-অন্যের প্রাণ।
স্বদেশ আমার আমি
যে তার একে-অন্যের প্রাণ।
মনে পড়ে অনেক বেশি
তোমায় জন্মভূমি,
তুমি যে মোর মা জননী
তোমার চরণচুমী।
তোমায় জন্মভূমি,
তুমি যে মোর মা জননী
তোমার চরণচুমী।
দিন কাটে মোর আশায় আশায়
কবে যাবো ফিরে!
আমার প্রিয় স্বদেশভূমি আমার প্রিয় নীড়ে।
কবে যাবো ফিরে!
আমার প্রিয় স্বদেশভূমি আমার প্রিয় নীড়ে।
দেখবো আমি দু-চোখ ভরে
সোনার বাংলার রূপ!
স্বদেশ আমার মাতৃভূমি
মায়াবী অপরূপ!
সোনার বাংলার রূপ!
স্বদেশ আমার মাতৃভূমি
মায়াবী অপরূপ!
কবিঃ আরিফুল ইসলাম