আদালত সূত্রে জানাযায়, ২০১১ সালের ৪ অক্টোবর সকাল সাড়ে ১০ টা ৪৫ মিনিটের দিকে ঝালকাঠির গাবখান সেতুর টোল ঘর সংলগ্ন এলাকায় দণ্ডপ্রাপ্ত মিনারা বেগম মাদক বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মিনারা বেগমকে আটক করে ঝালকাঠি থানা পুলিশে। এ সময় তার দেহ তল্লাশি করে ২২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিনডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই মাইনুল ইসলাম বাদী হয়ে মিনারা বেগম, কামাল হোসেন ও জামাল হোসেনকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
২০১১ সালের ৩১ নভেম্বর এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়ে। ২০১৫ সালের ২৭ অক্টোবর আদালতে মামলার চার্জ গঠন করা হয়। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন। আসামিরা জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।