খােলাবাজার২৪,সোমবার ২৮ সেপ্টেম্বর,২০২০: ইউসুব আলী সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সায়দাবাদ ইউনিয়ানের চেয়ারম্যান নবিদুল ইসলাম ইউনিয়ন বাসীর প্রানের নেতা হিসেবে জাইগা করে নিয়েছে সবার মনের আসনে ।তিনি প্রথমবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা অবস্থাই ইতিমধ্যে ইউনিয়ান বাসীর মন জয় করে অনেকটা জনগণের প্রিয় বন্দুর জায়গা দখল করে নিয়েছেন ।
নাগরিক সেবায় অনেক সুনাম অর্জন করেছেন, নাগরিক সেবায় কমতি ছিল না কখনো চেষ্টা ছিল সার্বক্ষণিক । মহামারি করোনা ও বন্যার সময় নিজের জীবন বাজি রেখে নাগরিক সেবা দিয়েছেন সাধ্যমতো ।মহামারি করোনা ও বন্যার সময় সরকারি অর্থের পাশাপাশি নিজের অর্থ দিয়ে অসহায় দরিদ্র মানুষের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন বাড়িতে বাড়িতে ।
সায়দাবাদ ইউনিয়নবাসীর সচেতন মহল প্রতিবেদকে জানান, চেয়ারম্যান নবিদুল ইসলাম দরিদ্র মানুষের প্রয়োজনের জন্য অর্থ ব্যয় করাটা ইবাদত মনে করেন । তিনি সব সময় দরিদ্র মানুষের জন্য অর্থ দিয়ে উপকার করে থাকেন, তিনি একজন ভাল মানুষ ।তারমত দক্ষতা পূর্ণ বাক্তি ,সৎ নিতিবান, পরিশ্রমী চেয়ারম্যান ইতিপূর্বে এই ইউনিয়ন এ ছিল না ।তাই আমরা ইউনিয়ন বাসী আবারও নবিদুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে পেতে চাই ,তিনি চেয়ারম্যান হলে আমরা সঠিকভাবে সেবা পাব ,সঠিক সেবা থেকে কখনও বঞ্চিত হবনা,ইউনিয়নবাসীর মঙ্গল হবে ।
নির্বাচনের ব্যাপারে চেয়ারম্যান নবিদুল ইসলামের সাক্ষাতে কথা বলে জানতে চাইলে তিনি জানান ।আমি এই ইউনিয়ানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ত পালন করে আসছি ,আমার দায়িত্ত পালনে ব্যর্থতা ,মতের অমিল থাকতে পারে ।একজন মানুষ সকল মানুষের মনের মত হতে পারে না ,কিছু মানুষ আছে তাদের মতামতে কাজ করতে পারি নাই এটা আমার ব্যর্থতা কিংবা সফলতাও হতে পারে ।
আমার কাজের প্রতি অসন্তুষ্ট হয়ে বিরোধিতা করতে পারে,এতে সমস্যা নেই দল যদি আমাকে মনোনয়ন দেয় ,আমি যদি জনগনের সেবক হিসেবে সেবা দিয়ে থাকি ,কাজ করে থাকি ,অবশ্যই জনগণ আমাকে ভোট দিবে এবং আমি নির্বাচিত হবো ইনশাল্লাহ ।আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন জনগনের সেবা করতে পারি ।