Fri. Oct 17th, 2025
Advertisements

খােলাবাজার২৪, বৃহস্পতিবার০১  অক্টোবর,২০২০: মার্কিন সিনেটে বুধবার বাজেট বিল পাস হয়েছে। এর ফলে সরকারের আসন্ন অচলাবস্থা কাটানো সম্ভব হলো। স্বল্পকালীন এই বিলটিতে বরাদ্দও বাড়ানো হয়েছে।

সিনেটে বিলটি ৮৪-১০ ভোটে পাস হয়। এর একসপ্তাহ আগে বিলটি প্রতিনিধি পরিষদে পাস হয়েছিল। এখন এটি চুড়ান্ত অনুমোদনের জন্যে হোয়াইট হাউসে পাঠানো হবে।

এদিকে সরকারের অচলাবস্থা এড়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুধবার রাত ১১টা ৫৯ মিনেটের আগে বিলটিতে স্বাক্ষর করতে হবে। কারণ ১ অক্টোবর থেকে ২০২১ সালের নতুন অর্থ বছর শুরু হচ্ছে।

স্বল্পমেয়াদি এই বিলের মাধ্যমে সরকারের ফেডারেল এজেন্সিগুলো ১১ ডিসেম্বর পর্যন্ত তাদের বর্তমান অর্থয়ান কার্যক্রম চালিয়ে নিতে পারবে।

এই বিলে শিশু ও পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে অতিরিক্ত প্রায় ৮শ’ কোটি ডলার যোগ করা হয়েছে। এছাড়া কোভিড -১৯ সহ অন্যান্য স্বাস্থ্য সংকট মোকাবেলায় কমিউনিটি হেলথ সেন্টারগুলোর জন্যও বরাদ্দ বাড়ানো হয়েছে।