Sun. Jul 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪, মঙ্গলবার ০৬ অক্টোবর,২০২০: লুক পরিবর্তনের জন্য অনেকে চুলে রং করেন। বর্তমানে চুল রাঙানো একটা ফ্যাশনে পরিণত হয়েছে। চুল পাকলে চিন্তার শেষ নেই। দোকানে গিয়ে অনেকেই কিনে নিয়ে আসেন পার্মানেন্ট কালার। বিজ্ঞাপনের মতোই নিমিষে সাদা চুল লুকিয়ে পড়ে কালো রঙের আবরণে। কিন্তু এতেই আপনার মারাত্মক ক্ষতি হচ্ছে। সে খবর কি রাখেন? না রাখলে রাখতে শুরু করুন। কারণ যে পার্মানেন্ট রংটি আপনার চুলের রং পালটে দিচ্ছে। এতে সাময়িকভাবে চুলে নির্দিষ্ট রংটি আসে বটে, তবে মারাত্মক ক্ষতি হয় চুলের। কিছুদিন পর থেকেই চুল ওঠা, চুলের গোড়া ভেঙে যাওয়া বা আগা ফাটা এসব সমস্যা হয়েই থাকে। এসব থেকে মুক্তি পেতে ও চুলে দীর্ঘস্থায়ী রং বসাতে ঘরোয়া উপায় বাতলে নিন। জেনে নিন চুল গাঢ় বাদামী করতে করণীয়-

তৈরির প্রণালী: এজন্য প্রয়োজন হবে লবঙ্গ দানা ও দারুচিনি। প্রথমে এক চা চামচ দারুচিনি ও এক চা চামচ লবঙ্গ পানির সঙ্গে মিশিয়ে ঘণ্টাখানেক হালকা আঁচে চুলায় জ্বাল করুন। এরপর চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন।

ব্যবহারবধি: শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এর কয়েক মিনিট পর সাধারণ পানি দিয়ে চুল ধুয়ে নিন। প্রতি সপ্তাহে পাঁচ দিন ব্যবহার করতে হবে এই মিশ্রণটি। তাহলেই দেখবেন আপনার চুলে চলে এসেছে গাঢ় বাদামী রঙের আভা।