Thu. Oct 23rd, 2025
Advertisements

খােলাবাজার২৪, সোমবার১৯, অক্টোবর ২০২০: ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে লিস্টার সিটির মাঠে ১-০ গোলে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে ফিরেছে দলটি। এ নিয়ে টানা চতুর্থ ম্যাচে জয় পেল অ্যাস্টন ভিলা। আর চলতি মৌসুমে লিস্টার সিটির এটি দ্বিতীয় হার।

খেলার শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। প্রথমার্ধের লড়াইয়ে গোলের দেখা পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধেও প্রায় গোল শূন্য নিয়েই ড্রয়ের পথে যাচ্ছিল ম্যাচ। তবে ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে কাঙ্খিত গোলের দেখা পায় অ্যাস্টন ভিলা।

ম্যাচ জয়ের একমাত্র গোলটি করেন রস বার্কলি।