Thu. Oct 16th, 2025
Advertisements

 

খােলাবাজার২৪,  রবিবার ১৫ নভেম্বর ২০২০: নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারীসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের জালশুকা রাজাপুর গ্রামের হাশেম আলীর বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পুলিশ সুপার মহোদয়
বিস্তারিত জানাবেন।

আটককৃতদের মধ্যে নাম পরিচয় জানা গেছে- জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ও শুরা সদস্য জামায়াত মনোনীত নাটোর-৪ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসাইন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হোসাইন, সেক্রেটারী আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না উজ্জল, বায়তুলমাল সম্পাদক আতিকুর রহমান, সাবেক আমীর হাশেম আলী মীর, আব্বাস আলী মাষ্টার, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন।

অন্য সাত জনের নাম তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।