Fri. Oct 17th, 2025
Advertisements


খােলাবাজার২৪, রবিবার ২৯ নভেম্বর ২০২০: প্রবাস ফেরত বাংলাদেশীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক চালু করেছে “প্রবাসী উদ্যোগ” ও “প্রবাসী অগ্রযাত্রা” নামে দুটি বিশেষ বিনিয়োগ সুবিধা।
সম্প্রতি ব্যাংকের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ারুল আজিম আরিফ এই বিশেষ বিনিয়োগ কার্যক্রমের আওতায় প্রবাস ফেরতদের মাঝে বিনিয়োগ বিতরণের চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব কাজী ওসমান আলী।
এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু নাসের চৌধুরী, জনাব মোঃ সিরাজুল হক এবং জনাব মোঃ সামছুল হক, কোম্পানি সচিব জনাব আব্দুল হান্নান খান, এসএমই এন্ড এগ্রিকালচারাল ফিন্যান্স বিভাগের প্রধান জনাব সাদাত আহমেদ খান সহ ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।