Fri. Oct 17th, 2025
Advertisements

খােলাবাজার২৪, রবিবার ২৯ নভেম্বর ২০২০: ইরানের একজন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে হত্যায় যুক্তরাষ্ট্রের পক্ষে ভাড়াটে হিসেবে কাজ করার জন্যে ইসরায়েলকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

শনিবার (২৮ নভেম্বর) তিনি এ অভিযোগ করে বলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ভাড়াটে হিসেবে বিজ্ঞানী মোহসেন ফখরেজাদেকে হত্যা করেছে।

প্রেসিডেন্ট রুহানির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, আবারও দখলদার ইহুদি ভাড়াটে খুনিদের সঙ্গে নিয়ে বৈশ্বিক ঔদ্ধত্যের দুষ্টু হাত এই জাতির সন্তানের রক্তে রঞ্জিত করলো। ইরান সাধারণত বৈশ্বিক ঔদ্ধত্য কথাটি দিয়ে যুক্তরাষ্ট্রকেই বুঝিয়ে থাকে।

এর আগে গত শুক্রবার (২৭ নভেম্বর) তেহরানের কাছে দামাভান্দ কাউন্টির আবসার্ড এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন বিজ্ঞানী ফখরেজাদে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান।

মোহসেন ফখরেজাদে ছিলেন ইরানের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী এবং অভিজাত ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোরের একজন সিনিয়র অফিসার।