Fri. Oct 17th, 2025
Advertisements
খােলাবাজার২৪,সোমবার ৩০ নভেম্বর ২০২০: মালয়েশিয়ায় একটি প্রাইভেট কলেজের দেয়াল ধসে গুরুতর আহত হয়েছেন দুই বাংলাদেশি শ্রমিক। তাদের হাত-পা গুঁড়িয়ে গেছে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে স্থানীয় ‘সেবেরাং জয়া হাসপাতালে’ পাঠানো হয়েছে। গতকাল রোববার বান্দার ক্যাসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোসাক (৪২) ও মান্নান আব্দুল (৪০)। মোসাকের মুখমণ্ডল মারাত্মকভাবে জখম হয়েছে এবং ডানহাতের পাতা গুঁড়িয়ে গেছে। আব্দুল মান্নানের পা ও তলপেটে গুরুতর আঘাত লেগেছে।দেশটির জাতীয় সংবাদ সংস্থা বেরনামা সূত্রে জানা গেছে, ওই দুই বাংলাদেশি কলেজটির লবিতে কাজ করছিলেন। দেয়াল ভাঙার শেষ দিকে দেয়ালটি তাদের ওপর ধসে পড়ে। এসময় অন্য সহকর্মীরা দমকল বাহিনীকে খবর দেন।

পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনস অফিসার আজমি তাহার বেরনামাকে জানান, বিকেল পাঁচটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার অ্যান্ড রেসকিউয়ের কর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ওই দুই বাংলাদেশিকে উদ্ধার করে।